Print Date & Time : 21 July 2025 Monday 2:00 pm

বানেরজলে তলিয়ে যাওয়া রেলপথে ঝুকি নিয়ে চলছে রেল

প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুরে আধা কিলোমিটার রেলপথ বন্যার পানিতে ডুবে গেছে।এতে তিনটি আন্তনগর সহ লোকাল ট্রেনগুলো ধীর গতিতে অনেকটা ঝুকি নিয়ে চলাচল করছে।

তিস্তা রেলওয়ে জংসন স্টেসন ও মহেন্দ্রনগর রেলওয়ে স্টেসনের মাঝখানে রতিপুরের অবস্থান।রেল লাইনের পাথর সহ অন্যন্য জিনসপত্র যাতে ধুয়ে না যায়,সে জন্য বালির বস্তা ফেলে পানি আটকানোর চেষ্টা করা হয়েছে।পানি অনেক বেশি থাকার কারনে রেল লাইনের নিচ দিয়ে কোনো সুড়ঙ্গ বা নিচের কোনো অংশে ক্ষতি হয়েছে কিনা তা নিরুপণ করতে পারেনি রেলওয়ে।সব কিছু ঠিক রেখে কন্ট্রোল রুম থেকে ওই স্থানে রেল ধীরে চালানোর জন্য সতর্ক করে দিয়েছে কন্ট্রোল বিভাগ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রকৌশলী তাওহিদ ইসলাম বলেন,রেল চালকরা এখন পর্যন্ত কোনো ক্লেইম করেনি।আমরা প্রথম দেখার পরেই কন্ট্রোলকে জানিয়ে দিয়েছি।রেল বিভাগ থেকে বালির বস্তা ফেলা হয়েছে।পানি না কমা পর্যন্ত রেল লাইনের কোনো ক্ষতি হয়েছে কিনা বোঝা যাচ্ছেনা।আমরা প্রতিনিয়ত নজর রাখছি।

বিভাগীয় টেলিযোগাযোগ ও সংকেতের প্রকৌশলী মোতাহার হোসেন বলেন,আমরা রেলওয়ে স্টেসন ও সংকেত নিয়ে কাজ করি।আপাতত স্টেসন গুলোর কোনো সমস্যা হয়নি।রেল যোগাযোগ সচল আছে।