Print Date & Time : 6 July 2025 Sunday 1:51 pm

বান্দরবানের দুই কোটি টাকার আফিমসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের থানচিতে দুই কোটি টাকার আফিমসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাব-৭ এর সদস্যরা।  সোমবার তাদের বিরুদ্ধে থানচি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, লামা উপজেলার রিংচুম ম্রো এর ছেলে কাইংপ্রো ম্রো (২৩) এবং থানছি উপজেলার কাসু ম্রো’র ছেলে দংওয়াই ম্রো (২৪)।

অভিযানে নেতৃত্বদানকারী চট্টগ্রাম র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, রোববার রাতে আফিমের ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে র‌্যাব-৭ এর একটি দল। এসময় র‌্যাবের ফাঁদে পা দিয়ে আফিম বিক্রি করতে আসলে থানছি বাজার থেকে কাইং প্রো ম্রো এবং দংওয়াই ম্রোকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ২ কেজি একশ গ্রাম নিষিদ্ধ আফিম উদ্ধার করা হয়। আটককৃত আফিমের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। পরে এ বিষয়ে সোমবার থানছি থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়।