প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের রাজবিলার রমতিয়া পাড়া এলাকা থেকে এক যুবককে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে। অপহৃতের নাম কিরণময় তঞ্চঙ্গ্যা (২৬)। সে সদর উপজেলার রাজবিলার রমতিয়া পাড়ার কংসমনি তঞ্চঙ্গ্যার ছেলে। গত শনিবার রাতে সাড়ে ১০টার সময় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের রমতিয়া পাড়া এলাকা থেকে অস্ত্রের মুখে এক যুবককে অপহরণ করা হয়েছে। অপহূতের নাম কিরণময় তঞ্চঙ্গ্যা (২৬)। সে সদর উপজেলার রাজবিলার রমতিয়া পাড়ার কংসমনি তঞ্চঙ্গ্যার ছেলে। অপহরণের সঙ্গে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ মারমা ন্যাশনালিস্ট পার্টি (এমএনপি) দলের সশস্ত্র সন্ত্রাসীরা জড়িত বলে জানা গেছে। তবে অপহূতের মুক্তিপণ বাবদ কোনো মুক্তিপণ দাবি করা হয়নি এখনও।
রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যপ্রঅং মারমা বলেন, শনিবার রাতে কিরণময় তঞ্চঙ্গ্যাকে অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে। তবে অপহূতরা কারা বিষয়টি জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, অপহরণের খবর পেয়েছি। তবে এখনও কোনো অভিযোগ করেনি। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।