Print Date & Time : 28 August 2025 Thursday 2:42 pm

বান্দরবানে ইয়াবা’সহ ৮ মাদক ব্যবসায়ী আটক

প্রতি‌নি‌ধি, বান্দরবান: বান্দরবানে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা’সহ চিহ্নিত ৮ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বান্দরবান সদরের বালাঘাটা এলাকায় আইনশৃংখলা বাহিনী আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে মাদকদ্রব্য ৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন- আক্তার হোসেন, মো. সোহেল, মোহাম্মদ আলী, মো. শাহিন, নুরুল আলম, রমজান আলী, নান্টু দাস এবং রকি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক আলী আহমদ খান জানান, দীর্ঘদিন ধরে আইনশৃংখলা বাহিনী চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য ব্যবসা চালিয়ে যাচ্ছে সংঘবদ্ধ একটি সিন্ডিকেট। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৮ জনকে আটক করা হয়েছে। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা করা হয়েছে।