Print Date & Time : 31 August 2025 Sunday 2:14 am

বান্দরবানে জন্মাষ্টমী উৎসবের শোভাযাত্রা

প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানে সনাতন হিন্দু ধর্মালম্বীদের জন্মাষ্টমী উৎসবের শোভাযাত্রা হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয় রাজারমাঠ থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার উদ্ধোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। হিন্দু ধর্মালম্বী নারী পুরুষ বিভিন্ন দেব-দেবীর সাজঁ এবং রঙ বেরঙের পোষাক পড়ে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে।

এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, হিন্দু সম্প্রদায়ের নেতা উজ্জ্বল কান্তি দাস, বান্দরবান জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সভাপতি সুজন চৌধুরী সনজয়, সাধারণ সম্পাদক অমল চৌধুরী টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে বৃহস্পতিবার সকালে স্থানীয় রাজারমাঠে দুদিন ব্যাপী জন্মাষ্টমী উৎসব শুরু হয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পূজা আর আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। আর সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসাবে বান্দরবানের সুনাম রয়েছে। বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।