প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানে আলীকদম উপজেলায় যাত্রীবাহী জিপ গাড়ি খাদে পড়ে তৈইংয়া মুরুং নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় অন্তত ৩৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে আলীকদম সদর ইউনিয়নে কলাঝিড়ি এলাকায় দুর্ঘটনার শিকার হয়। নিহত ও আহতরা সকলেই যুগেরাম কারবাড়ি গ্রামে বাসিন্দা ও তারা সবাই ম্রো জনগোষ্ঠীর বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ৩৫ জনের অধিক যাত্রী নিয়ে পানবাজার থেকে যুগেরাম কারবাড়ি গ্রামে দিকে যাচ্ছিল গাড়িটি। এ সময় কলাঝিড়ি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে প্রেরণ করে। তবে আহতরা অধিকাংশ কোমলমতি শিশু বলে জানা গেছে।
আলীকদম থানার ওসি মির্জা জহির বলেন, যাত্রীদের নিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত এবং আহত হয়েছে অন্তত ৩৫ জন। আহতদের উন্নত চিকিৎসা জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।