Print Date & Time : 18 August 2025 Monday 2:28 pm

বান্দরবানে ট্রাকের ধাক্কায় পর্যটকের মৃত্যু

প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানের থানচিতে কাঠবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম জয়রাজ দাস (২২)। কাপ্তাই সুইডিশ পলিটেকনিক্যাল অটোমোবাইল ইঞ্জিনিয়ার বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। সে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় হিন্দু পাড়ার বাসিন্দার অমল দাসের পুত্র।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার থানচি উপজেলার বিদ্যামনি পাড়া এলাকায় থানচি-বান্দরবান সড়কে কাঠবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পর্যটকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতার পুলিশ তাকে উদ্ধার করে বান্দরবান সদর নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর হাসপাতালের মেডিকেল অফিসার দিদারুল আলম বলেন, সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক মারা গেছে। হাসপাতালে আনা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ও পুলিশের এসআই কারিমুজ্জামান জানান, কাঠ বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পর্যটকের মৃত্যু হয়েছে। তারবাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। পাচঁটি মোটরসাইকেল নিয়ে পর্যটকরা থানচি ভ্রমণে যাচ্ছিলো।