Print Date & Time : 28 August 2025 Thursday 9:09 pm

বান্দরবানে পর্যটন স্পটগুলোতে দেশী-বিদেশী পর্যটকের ভীড়

প্রতিনিধি, বান্দরবান : উৎসব মানেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভীড়। ঈদের আনন্দে মঙ্গলবারও বান্দরবানের অন্যতম দর্শণীয় স্থান নীলাচল, মেঘলা, চিম্বুক, নীলগিরি, নীল দিগন্ত, তমাতুঙ্গী, ডিম পাহাড়, বগালেক, শৈলপ্রপাত, প্রান্তিক লেক, দেবতাকুম’সহ আকর্ষণীয় পর্যটন স্পটগুলোতে প্রকৃতির নির্মল ছোয়া পেতে ঘুরে বেড়াতে দেখাগেছে ভ্রমণ পিপাসুদের। দেশী বিদেশী পর্যটকদের পদচারণায় বান্দরবানে মুখরিত হয়ে উঠেছে প্রকৃতি এবং শৈল্পিক ছোয়ায় সাজানো দর্শণীয় স্থানগুলো।
বেড়াতে আসা পর্যটক সাদিয়া রহমান, জামিল আহমেদ দম্পতি বলেন, বর্ষায় পাহাড়ের প্রকৃতি যেন পাখম মেলেছে। চারদিকে সবুজের সমারোহ। মেঘের হাতছানি চমৎকার পরিবেশ এখানে। মুগ্ধ হবার মত সব সৌন্দর্য। ভ্রমণ পিপাসুদের বান্দরবান চমৎকার একটি স্থান।
এদিকে ভ্রাম্যমান পর্যটকদের সংখ্যা বেশি হওয়ায় এবার আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্টহাউজ গুলোতে আশানুরূপ পর্যটক রুম বুকিং ছিলোনা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা
বান্দরবান হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি অমল কান্তি দাস বলেন, পর্যটকের আগমন আশানুরূপ ঘটেনি ঈদের ছুটিতে। তবে মঙ্গলবার পর্যটকদের আগমন ছিলো চোখে পড়ার মত। আবাসিক হোটেল মোটেল গুলোতে মোটামুটি পর্যটকদের রুম বুকিং ছিলো।
এদিকে পাহাড়ে মেঘের লুকোচুরি খেলা এবং প্রকৃতি ও শৈল্পিক ছোয়ায় সাজানো দর্শণীয় স্থানগুলো দেখে মুগ্ধ ভ্রমণপিপাসু পর্যটকেরা। পর্যটকদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশ।
বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, পর্যটকদের নিরাপত্তায় আকর্ষণীয় দর্শণীয় স্থানগুলোসহ জেলার সবগুলো উপজেলায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটক হয়রানী বন্ধে সতর্কতা মূলক প্রচারণাও চালাচ্ছে তারা।