প্রতিনিধি, বান্দরবান: বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আনুষ্ঠানিকভাবে ফলক উম্মোচন করেন।
এ সময় অন্যদের মধ্যে বান্দরবান পাবত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান ক্যশৈ হ্লা, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএফ ঈমাম আলী, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পৌরসভার মেয়র ইসলাম বেবী, সিভিল সাজন ডা. অংশৈ প্রু, বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. নুরুল আবছার, বান্দরবান পাবত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এটিএম ইয়াছির আরাফাতসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে পাঁচ কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনটি নির্মাণ করা হচ্ছে।
