বাংলাদেশ অটোমোবাইল প্রোফেশনালস অ্যাসোসিয়েশনের (বাপা) উদ্যোগে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয় এক সতীর্থ আড্ডা। এতে অংশগ্রহণ করেন উত্তরা মোটরস, হোন্ডা, টিভিএস, নিটল টাটা, এসিআই মোটরস, রানার অটোমোবাইল, কর্ণফুলী, ন্যামস মোটরস, আফতাব অটোমোবাইল ও লুকয়েল বাংলাদেশের সিনিয়র কর্মকর্তারা। মূলত বাংলাদেশে কর্মরত অটোমোবাইল কোম্পানির প্রতিনিধিদের সংগঠন বাপা। এ ব্যাপারে বাপার প্রতিষ্ঠা সভাপতি মাহমুদ আমিন জানান, মূলত কর্মীদের মধ্যে বন্ধন গড়ে তোলা এবং বিভিন্ন পর্যায়ে অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করাই বাপার মূল উদ্দেশ্য। বিজ্ঞপ্তি

Print Date & Time : 27 July 2025 Sunday 5:58 pm
বাপার সতীর্থ আড্ডা অনুষ্ঠিত
করপোরেট কর্নার ♦ প্রকাশ: