Print Date & Time : 3 August 2025 Sunday 2:20 am

বাবাকে গলা কেটে হত্যা করল ছেলে

প্রতিনিধি, রাজশাহী:রাজশাহীতে বাবাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বপন (৩২) নামে এক ছেলের বিরুদ্ধে। গতকাল সকালে নগরীর দামকুড়া থানা এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। নিহত সাজ্জাদ হোসেন (৬৫) ওই এলাকার বাসিন্দা। এর আগে গত মঙ্গলবার সাজ্জাদ হোসেনকে হত্যার পর তার লাশ বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয় ছেলে স্বপন।

জানা যায়, এক বছর আগে স্বপনের মা মারা যান। সম্প্রতি তার বাবা সাজ্জাদ হোসেন দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। বাবা দ্বিতীয় বিয়ে করলে সম্পত্তি ভাগ হয়ে যাবে, এই চিন্তা থেকেই গত মঙ্গলবার রাতে বাবাকে গলা কেটে হত্যার পর তার লাশ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয় সে।

দামকুড়া থানার ওসি মাহবুব আলম জানান, মঙ্গলবার রাত থেকে সাজ্জাদ হোসেনের নিখোঁজ হওয়ার ঘটনায় তার আরেক ছেলে আব্দুল হাদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এই জিডির সূত্র ধরে পুলিশ স্বপনকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে স্বপন নিজের বাবাকে হত্যার কথা স্বীকার করে।