বাবার জন্য দোয়া চাইলেন ছেলে

শোবিজ ডেস্ক: ১৭ নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হন জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকী। ওইদিনই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা বিবেচনায় সঙ্গে সঙ্গে আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি।

তার ছেলে সাব্বির সিদ্দিকী বাবার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের বলেন, এখনও স্পষ্ট করে ডাক্তার কিছুই জানায়নি। বাবার শারীরিক অবস্থা চরম অবনতির দিকে যাচ্ছে। ডাক্তারদের সঙ্গে কথা হয়েছে। তারা বলছেন, এখন দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। বাবার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাইছি। আপনারা সবাই দোয়া করবেন।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাঁশি সম্মেলনে দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসেবে অংশ নেন বারী সিদ্দিকী। একক গানের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি। ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী।