Print Date & Time : 10 September 2025 Wednesday 7:12 pm

বাবার লাশ বাড়ি রেখে পরীক্ষার হলে রাজিয়া

শেয়ার বিজ ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাবা। তারপরও লাশ দাফন বাকি রেখেই এসএসসি পরীক্ষার কেন্দ্রে বসতে হয়েছে রাজিয়া ইসলাম নিছা নামের এক শিক্ষার্থীর।

রোববার মৌলভীবাজারের কমলগঞ্জে পতনঊষার গ্রামে এই হৃদবিদায়ক ঘটনা ঘটে। রাজিয়া ইসলাম নিছা এবার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

জানা যায়, রোববার ভোরের দিকে নিছার বাবা মিজানুর রহমান বাবু (৪৫) সিলেট উইমেন্স মেডিকেল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সেদিন নিছার দ্বিতীয় দিনের ভুগোল পরীক্ষা ছিলো। বাবার মৃত্যুর পর মানসিকভাবে ভেঙ্গে পরে নিছা। কিন্তু স্বজন ও শিক্ষকদের উৎসাহে উপজেলার মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে সে। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে বাবার লাশ দাফনে অংশ নেয়।

পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ জানান, নিছার বাবার মৃত্যুর খবর শুনে সকালে তার বাড়িতে গিয়ে শান্ত্বনা ও উৎসাহ দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য।

কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল বলেন, নিছা সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়েছে। আমরা তার সার্বক্ষণিক খেয়াল রেখেছি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, বাবাকে হারানো যে কারও জন্য খুবই কষ্টের ব্যাপার। তারপরও এসএসসি পরীক্ষার্থী রাজিয়া বাবা হারানোর কষ্ট নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। আমরাও তার পরীক্ষার সময় যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করেছি।