নিজস্ব প্রতিবেদক: ঢাকা শহরে দূষণরোধে বায়ুর মান সূচক স্বাস্থ্যকর করার জন্য নিয়মিত মোবাইল কোর্টসহ জরুরি কার্যক্রম গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি সূত্রে গতকাল শুক্রবার এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএনসিসির সচিব মামুন উল হাসান এ সংক্রান্ত চিঠি সব কর্মকর্তাদের পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেছেন।
চিঠিতে সচিব বলেন, দূষণে ধুঁকছে ঢাকাসহ বড় শহরগুলো। ঢাকা শহরে বায়ুর মান সূচক অস্বাস্থ্যকর ও দুর্যোগপূর্ণ। শহরবাসীর স্বাস্থ্য বিবেচনায় ঢাকা শহরের দূষণরোধে জোরালো পদক্ষেপ গ্রহণ করা অত্যাবশ্যক হয়ে পড়েছে। ঢাকা শহরে বায়ুমান স্বাস্থ্যকর করার নিমিত্ত নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনাসহ পরিবেশ সার্কেলের জরুরি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এ অবস্থায় ঢাকা শহরে দূষণরোধে বায়ুর মান সূচক স্বাস্থ্যকর করার জন্য নিয়মিত মোবাইল কোর্টসহ জরুরি কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ চিঠি ইতোমধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা, সব আঞ্চলিক কর্মকর্তা, প্রধান নগর পরিকল্পনাবিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ডিএনসিসির সব নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছে।