Print Date & Time : 18 August 2025 Monday 1:42 pm

বারাকা পাওয়ারের ঋণমান ‘এএ১’

নিজস্ব প্রতিবেদক: বারাকা পাওয়ার লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি রেটিং পেয়েছে ‘এএ১’। ৩০ জুন ২০১৮ সালের সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও গত বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ব্যাংক দায়ের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।
গতকাল ডিএসইতে শেয়ারদর অপরিবর্তিত থেকে প্রতিটি শেয়ার সর্বশেষ ৩১ টাকা ২০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৩১ টাকা ১০ পয়সা। দিনজুড়ে ১৫ লাখ ৬৭ হাজার ৭৯টি শেয়ার মোট ৭২৮ বার হাতবদল হয়, যার বাজারদর চার কোটি ৮৮ লাখ ৪৭ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনিম্ন ৩০ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ৩১ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়। এক বছরে শেয়ারদর ২৫ টাকা ৭০ পয়সা থেকে ৩৭ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে।
২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৭৫ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৮০ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ৩৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা।
‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০১৮) ইপিএস হয়েছে ৬৭ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ৬৬ পয়সা। অর্থাৎ ইপিএস এক পয়সা বেড়েছে। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এনএভি হয়েছে ১৯ টাকা ৪৭ পয়সা, একই বছরের ৩০ জুন পর্যন্ত ছিল ১৮ টাকা ৮০ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।
৪০০ কোটি টাকা অনুমোদিত ও ২২০ কোটি ছয় লাখ ১০ হাজার টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২২ কোটি ৬১ হাজার ৩৬৭টি। কোম্পানির রিজার্ভে আছে ৫৮ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানির মূল্য আয় অনুপাত ১৭ দশমিক ৭৭। সর্বশেষে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে মূল্য আয় অনুপাত ১১ দশমিক ছয়। কোম্পানিটি ২০১৭ সালে পাঁচ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে, যা আগের বছর ছিল ১৫ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস। ওই সময় ইপিএস ছিল দুই টাকা ৬৩ পয়সা এবং এনএভি ২০ টাকা ১২ পয়সা। এটি আগের বছর ছিল যথাক্রমে দুই টাকা ৬৫ পয়সা ও ১৯ টাকা ৮৬ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ৪৫ কোটি ৭৭ লাখ ৭০ হাজার টাকা, যা আগের বছর ছিল ৪৩ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকা।
কোম্পানির মোট শেয়ারের ১৮ দশমিক শূন্য এক শতাংশ উদ্যোক্তা পরিচালকদের, ৩২ দশমিক ৫৪ শতাংশ প্রাতিষ্ঠানিক ও ৪৯ দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।