Print Date & Time : 31 August 2025 Sunday 4:12 am

বারিধারায় হোটেল ব্যবসা করবে সী পার্ল বিচ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সী পার্ল বিচ রিসোর্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ বারিধারার ডিপলোমেটিক জোনে হোটেল ব্যবসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ভাড়ার ভিত্তিতে ব্যবসা করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির হোটেলের নাম হবে লা ভিলা ওয়েস্টার্ন; যা সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা পরিচালনা করবে। প্রস্তাবিত হোটেলের ফ্লোর স্পেস হবে ১৫ হাজার স্কয়ার ফুট।

কোম্পানিটি আরও জানায়, হোটেল ভবনটি ৮ তলাবিশিষ্ট ২৬ রুম হবে এবং এতে দুটি রেস্টুরেন্ট থাকবে। এটির একটি এক হাজার বর্গফুট এবং ১৭০০ বর্গফুটের।

হোটেলটি আধুনিকায়ন করতে ব্যয় হবে এক কোটি ৫০ লাখ টাকা। নতুন হোটেলের মাধ্যমে বছরে কোম্পানিটির রাজস্ব আসবে ৪ কোটি টাকা।