Print Date & Time : 8 September 2025 Monday 7:48 pm

বারি’র নতুন মহাপরিচালক ড. দেবাশীষ সরকার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি বিজ্ঞানী ও বিশিষ্ট কীটতত্ত্ববিদ ড. দেবাশীষ সরকার। গতকাল বৃহসপতিবার কৃষি মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

ড. দেবাশীষ সরকার ইতিপূর্বে বারি’র পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র, ঈশ্বরদী ও পাবনা) এবং কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন।

ড. দেবাশীষ সরকার ১৯৯০ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের চাঁপাইনবাবগঞ্জে লাক্ষা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

১৯৬৩ সালের ৩১ ডিসেম্বর জয়পুরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি দেশের কৃষকের উপযোগী জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুত্তির উদ্ভাবনে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। ব্যক্তিগত জীবনে ২ সন্তানের জনক।