Print Date & Time : 12 September 2025 Friday 2:05 pm

বার্গার কিংয়ের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি কিনছে রেস্টুরেন্ট ব্র্যান্ডস ইন্টারন্যাশনাল

 

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে বার্গার কিংয়ের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি কিনছে তাদের মূল কোম্পানি। প্রায় ১ বিলিয়ন (১০০ কোটি) ডলারের বিনিময়ে কিনে নেয়ার পর দেশজুড়ে এর বিভিন্ন স্টোর সংস্কার করবে তারা। খবর: এবিসি নিউজ।

ক্যারোলস রেস্টুরেন্ট গ্রুপ ইনকরপোরেটেডের সব ইস্যু হওয়া ও বকেয়া শেয়ার কিনবে রেস্টুরেন্ট ব্র্যান্ডস ইন্টারন্যাশনাল ইনকরপোরেটেড। শেয়ারপ্রতি ৯ ডলার ৫৫ সেন্ট দিয়ে ক্যারোলস তাদের ওই শেয়ারগুলোর মালিকানা ছেড়ে দিচ্ছে।

ক্যারোলস যুক্তরাষ্ট্রের ২৩টি রাজ্যে এক হাজার ২২টি বার্গার কিং রেস্তোরাঁ পরিচালনা করে। তাদের অধীনে ৬০টি পপাইস রেস্তোরাঁও রয়েছে।

বার্গার কিং ইউএস ও কানাডার প্রেসিডেন্ট টম কার্টিস এক বিবৃতিতে বলেন, আমরা আগামী পাঁচ বছরের মধ্যে এই রেস্তোরাঁগুলোর সংস্কার করব। এরপর আমাদের অতিথিদের দারুণ অভিজ্ঞতা দেয়ার উদ্দেশ্যে এগুলোকে স্থানীয় ও আগ্রহী ফ্র্যাঞ্চাইজির কাছে হস্তান্তর করব। এই চুক্তিটি ফ্র্যাঞ্চাইজির মুনাফা ও বিক্রি বাড়াতে বার্গার কিংয়ের পরিকল্পনার অংশ। ব্র্যান্ডটি প্রায় ৬০০টি ক্যারোলস রেস্তোরাঁকে আবার নির্মাণ ৫০০ মিলিয়ন (৫০ কোটি) ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে।

অধিগ্রহণ করা রেস্তোরাঁগুলোর রিফ্র্যাঞ্চাইজিং পাঁচ থেকে সাত বছরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করছে বার্গার কিং। ব্র্যান্ডটি তার কোম্পানির পোর্টফোলিওতে কয়েকশ রেস্তোরাঁ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে।

প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করতে যুক্তরাষ্ট্রে অবস্থিত রেস্তোরাঁগুলো সংস্কার করতে রেস্টুরেন্ট ব্র্যান্ডস বর্তমানে কয়েক বছরব্যাপী প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এর আগে দেশটিতে অবস্থিত রেস্তোরাঁগুলো সংস্কারের জন্য ম্যাকডোনাল্ডস ২০১৮ সালে ছয় বিলিয়ন বা ৬০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা ঘোষণা করে।

রেস্টুরেন্ট ব্র্যান্ডসের সিইও জোশুয়া কোবজা গত বছরের আগস্টে বিনিয়োগকারীদের বলেন, অন্যান্য সব কোম্পানির সঙ্গে সমান তালে প্রতিযোগিতা করতে সারাদেশে আমাদের বার্গার কিংয়ের প্রতিটি শাখাকে আরও আধুনিক ও সুবিধাজনক হতে হবে।

টরন্টোভিত্তিক রেস্টুরেন্ট ব্র্যান্ডস আগামী মাসে তাদের ২০২৩ সালের আয়ের খতিয়ান প্রকাশ করবে। গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিটি শাখায় বার্গার কিংয়ের বিক্রি আগের বছরের তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে। তবে তা যুক্তরাষ্ট্রে একই সময়ে ম্যাকডনাল্ডসের ৮ দশমিক ১ শতাংশ ব্যবসা বৃদ্ধির তুলনায় কম।