নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বশেষ সূত্রে এ তথ্য জানা গেছে।
বার্জার পেইন্টস বাংলাদেশ : আগামী ২১ মে বেলা ৩টায় পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
বিবিধ খাতের কোম্পানিটি ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত সমাপ্ত ১৫ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০৯ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৪৯ টাকা ৫১ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ২৫২ টাকা ৭৫ পয়সা।
ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট: আগামী ২১ মে বেলা সাড়ে ৩টায় পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এর আগে ১৪ মে পর্ষদ সভা হওয়ার কথা ছিল। সভায় ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সূত্রমতে, কোম্পানিটি ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে কোনো লভ্যাংশ দেয়নি।

Print Date & Time : 28 July 2025 Monday 11:01 am
বার্জার ও ফারইস্ট ফাইন্যান্সের পর্ষদ সভা সোমবার
পত্রিকা ♦ প্রকাশ: