বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে বশেমুরকৃবি শীর্ষে

প্রতিনিধি, গাজীপুর: বাংলাদেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) শীর্ষস্থান অর্জন করেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মূল্যায়নে ও সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের (৯৮ দশমিক ৩৮) ভিত্তিতে বশেমুরকৃবি এ স্থান অর্জন করেছে। এপিএ মূল্যায়নে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (৯৩ দশমিক ৮০) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৯২ দশমিক ১৫)।

বশেমুরকৃবি পরিবার ইউজিসি কর্তৃক এপিএ মূল্যায়নের এ সাফল্যে গর্বিত ও আনন্দিত। এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবার আন্তরিক প্রচেষ্টা ও সর্বাত্মক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও বহিরাঙ্গন কার্যক্রম, মুজিববর্ষ উদ্যাপন, কভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় গৃহীত কর্মসূচিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিয়ে বশেমুরকৃবি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি  প্রণয়ন করা হয়। সংশ্লিষ্ট সবার ধারাবাহিক প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের এ অনন্য সাফল্যের ভিত্তি বলে তিনি উল্লেখ করেন।

ভবিষ্যতেও বশেমুরকৃবির এ আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।