ক্রীড়া ডেস্ক: নতুন মৌসুমের লা লিগায় এখন পর্যন্ত অপরাজিত দল বার্সেলোনা। তারপরও শিষ্যদের নৈপুণ্যে খুশি নন কোচ আরনাস্তে ভালভার্দে। সব ম্যাচ জিতলেও আরও উন্নতি করতে তাগিদ দিয়েছেন তিনি।
গত পরশু লা লিগায় নিজেদের চতুর্থ ম্যাচে রিয়াল সোসিয়াদাদের মাঠে ২-১ জিতেছে বার্সেলোনা। যদিও প্রথমার্ধে পেছনে পড়েছিলেন লিওনেল মেসিরা। তবে দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজ ও উসমান ডেম্বেলের গোলে জিতেই মাঠ ছাড়ে কাতালানরা।
চলতি মৌসুমে বার্সেলোনা এখনও নিজেদের স্বরূপে মেলে ধরতে পারেনি। কেননা এখন পর্যন্ত চার
ম্যাচের একটিও বড় জয় পায়নি দলটি। হয়তো এটা ভেবেই ভালভার্দে শিষ্যদের আরও উন্নতির তাগিদ দিয়েছেন, ‘এগুলো খুব ভালো তিনটি পয়েন্ট। সবকিছুই খুব কঠিন ছিল আর আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি খুব চিন্তিত নই। তবে কিছু বিষয়ে উন্নতি করার আছে। আমি উদ্বেগ নিয়ে বাড়ি ফিরছি না। তবে আমরা ভুলগুলো শোধরানোর চেষ্টা করব।’
চার জয়ে আপাতত ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
