ক্রীড়া ডেস্ক: এ মৌসুমে বার্সেলোনায় ফেরার গুঞ্জন ছিল নেইমারের। কিন্তু অনেক নাটকের পরও শেষ পর্যন্ত ব্রাজিল ফরোয়ার্ড পারেননি পুরোনো ক্লাবে আসতে। এজন্য অবশ্য লুইস সুয়ারেজ সাবেক সতীর্থকে কোনো দোষ দিচ্ছেন না। উল্টো তার পাশে দাঁড়িয়েছেন। ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে উরুগুয়ের এ ফরোয়ার্ড বলছেন, নেইমার বার্সায় ফেরার জন্য সর্বাত্মক চেষ্টাই করেছিলেন।
গত কয়েক সপ্তাহে বেশ কয়েকবার নেইমারকে কেনার জন্য প্রস্তাব দিয়েছিল বার্সা। পিএসজি এর সবকটিই ফিরিয়ে দেয়। ২ সেপ্টেম্বর দলবদলের ডেটলাইন শেষ হওয়ায় পিএসজিতেই থেকে যেতে হয়েছে ব্রাজিলের এ ফরোয়ার্ডকে। এ মৌসুমে এখন পর্যন্ত পিএসজির জার্সি গায়ে মাঠে নামেননি তিনি।
ফের বার্সেলোনায় ফিরতে একাধিকবার নেইমারের সঙ্গে কথা হয় লিওনেল মেসি ও সুয়ারেজের। ব্যাপারটি স্বীকারও করেছেন সুয়ারেজ, ‘তার সঙ্গে আমার সব সময়ই কথা হয়। সে বার্সেলোনায় ফেরার জন্য এবার সর্বাত্মক চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত ট্রান্সফারটা হয়ে ওঠেনি।’
এর আগে ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দিয়েছিলেন নেইমার। কিন্তু ফরাসি ক্লাবটিতে সতীর্থদের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেননি তিনি। এ ব্যাপারে সতর্ক থাকতে নাকি ব্রাজিল ফরোয়ার্ডকে বেশ আগেই সতর্ক করেছিলেন সুয়ারেজ, ‘আমরা তাকে ওই সময় এ ব্যাপারে বলেছিলাম। আমরা সবাই তাকে বলেছিলাম, বার্সাই তার জন্য সবচেয়ে ভালো জায়গা। কিন্তু সিদ্ধান্তটা তাকেই নিতে হতো। সে চলে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছিল।’
এ মৌসুমে এখনও পিএসজির জার্সিতে না নামলেও হয়তো অচিরেই নেইমারকে দেখা যাবে মাঠের ফুটবলে। আপাতত জাতীয় দল নিয়ে ব্যস্ত তিনি।
