Print Date & Time : 7 July 2025 Monday 7:54 am

বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

শেয়ার বিজ ডেস্ক : কখনো ভাবা যায়? উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এমন উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল আর কখনো দেখা গেছে কি না—এ প্রশ্নে ফুটবলবিশ্বের অধিকাংশ সমর্থক ‘হ্যাঁ’ বলবেন, তাতে কোনো সন্দেহ নেই।

সান সিরোতে একের পর এক বাঁকবদলে পূর্ণ রুদ্ধশ্বাস ম্যাচ শেষে হাসিমুখে মাঠ ছাড়ল ইন্টার মিলান, আর চোখে জল নিয়ে বিদায় নিল বার্সেলোনা। দুই দলই একে অপরের জালে ৩ গোল দিয়ে ম্যাচটি রেখেছিল ৩-৩ সমতায়, তবে অতিরিক্ত সময়ে এক ঝলক জাদু দেখান বদলি খেলোয়াড় ডেভিড ফ্রাত্তেসি। তার গোলেই ৪-৩ ব্যবধানে জিতে, দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের ফলাফলে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইন্টার মিলান।

বার্সেলোনার এই হতাশাজনক পরাজয়ে ফ্লিকের শিষ্যরা হতাশ হলেও, ইনজাঘির ইন্টারের ইতিহাস গড়া ফাইনালে পা রাখা এক নতুন মাইলফলক। ৩ বছর পর আবার ইউসিএল ফাইনাল ম্যাচে ইন্টার, ১ জুন মিউনিখে হবে চূড়ান্ত দ্বৈরথ।

এটি ইন্টারের জন্য দ্বিতীয় ইউসিএল ফাইনাল, আর তাদের গোলরক্ষক ইয়ান সোমারের ছিল ম্যাচজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, যিনি বার্সেলোনার একাধিক আক্রমণ ঠেকিয়েছেন।