Print Date & Time : 3 September 2025 Wednesday 11:26 pm

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. রাজু মিয়া (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১টায় বালিয়াডাঙ্গীর নগরভিটা সীমান্তের ৩৭৬/৫ এস পিলারের কাছে এ হত্যাকাণ্ড ঘটে।

বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাজু মিয়া বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবিবর আলীর ছেলে। 

ওসি বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে যান রাজু। এ সময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলে নিহত হন তিনি। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে গেছে।

ঠাকুরগাঁও-৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, গুলিতে একজনের মৃত্যু খবর শুনেছি। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি নাকি ভারতীয়, তা এখনও নিশ্চিত হতে পারিনি। আমরা বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহŸান জানিয়েছি। পতাকা বৈঠকের পরে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।