Print Date & Time : 10 September 2025 Wednesday 12:24 am

বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের সমন্বয় সভা

 

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের নবীগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলফ) আয়োজনে ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদ রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও  ব্র্যাক সেলফের জেলা ব্যবস্থাপক তারিক আজিজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইউপি সচিব মৃণাল কান্তি পাল চৌধুরী, ইউপি সদস্য মোশাইদ আহমেদ, সফি মিয়া, দিলীপ সরকার, মো. নুরুল আমীন, জগত সিংহ, আব্দুল মুক্তাদির, শাহজাহান মিয়া, আব্দুল হাই, মির্জা তকমিনা, কুলসুমা আক্তার, রাহেলা বেগ, ব্র্যাক সেলফ কর্মসূচির অ্যাসোসিয়েট অফিসার সেলফ রীমা আক্তার চৌধুরী।

এ সময় সাংবাদিক, শিক্ষক, ম্যারেজ রেজিস্টার, ইমাম এবং এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ সময় বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানো, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মকৌশল বাস্তবায়নে কার্যকরী উদ্যোগ বিষয়ে আলোচনা করা হয়।