Print Date & Time : 7 September 2025 Sunday 3:28 am

বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কচুয়া উপজেলার রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহরাস্তি উপজেলার দক্ষিণ নোয়াপড়া হাজী বাড়ির আবদুর রাজ্জাকের ছেলে জাহিদ হোসেন (২৫) ও কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দাসতিয়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে জাবেদ হোসেন (১৫)।

কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, কচুয়া উপজেলার রসুলপুর এলাকায় কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের একটি বাসের সঙ্গে চাঁদপুরগামী মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলসহ নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা থানায় এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।