Print Date & Time : 10 September 2025 Wednesday 9:15 pm

বাসাইলে হাত-পা বাধা অবস্থায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার

প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইলে হাত-পা ও মুখ বাধা অবস্থায় জুলহাস মিয়া (৫০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকালে টাঙ্গাইল-নলুয়া সড়কের বাসাইল পৌরসভার কুমারজানী এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত জুলহাস টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, জুলহাস মঙ্গলবার সন্ধ্যায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তিনি রাতে আর বাড়িতে ফিরেনি। এরপর বুধবার সকালে বাসাইল পৌরসভার কুমারজানী এলাকায় সড়কের পাশে হাত, পা ও মুখ বাধা অবস্থায় তার লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা চালককে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। পরে তারা লাশটি ঘটনাস্থলে ফেলে যায়।