Print Date & Time : 13 September 2025 Saturday 12:36 am

বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২

 

প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকার ১৩নং ব্রি?জের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের গোহালিয়াবাড়ী গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে ব?্যাটা?রিচা?লিত অটোভ্যানচালক আব্দুস ছাত্তার (৩৫) এবং একই ইউনিয়নের কুর্শাবেনু গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুল মমিন (৩৬)। ম?মিন ওই ভ?্যা?নের যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়?কের সল্লা এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহ?নের একটি বাসকে অজ্ঞাতনামা আরেক?টি গাড়ি চাপ দেওয়ার কার?ণে হানিফ পরিবহন নিয়ন্ত্রণ হা?রি?য়ে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোভ্যানচালক ও যাত্রী মারা যান।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে এবং বাসটিকেও জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।