Print Date & Time : 28 August 2025 Thursday 8:23 pm

বাসের ধাক্কায় প্রাণ গেল সাংবাদিকের

প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বাসের ধাক্কায় এক সাংবাদিক নিহত হয়েছেন। পরে বাসটি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তার পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।

নিহত খোরশেদ আলম সিকদার (৫৫) উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আনন্দিপুর গ্রামের হামিদ উল্যাহ প-িত বাড়ির মৃত মো. ইদ্রিসের ছেলে। তিনি দৈনিক দিনকালের সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি ও সোনাইমুড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ছিলেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের নোয়াখালী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রামপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পেশাগত কাজে উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে পার্শ্ববর্তী চাষিরহাট বাজারে যাচ্ছিলেন সাংবাদিক শিকদার। এ সময় জেলা শহর মাইজদী থেকে ঢাকাগামী লাল সবুজ পরিবহনের একটি বাস সোনাইমুড়ী পৌরসভার রামপুর এলাকায় তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যান। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে প্রথমে সোনাইমুড়ী পপুলার হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার গৌরিপুর বাজার এলাকায় তার মৃত্যু হয়।

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে স্থানীয়দের সহযোগিতায়া বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে।