Print Date & Time : 4 August 2025 Monday 9:26 pm

বাড়ার শীর্ষে আইপিডিসি ফিন্যান্স

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার টপ টেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। এদিন শেয়ারদর চার টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ওইদিন প্রতিটি শেয়ার সর্বশেষ ৫২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি দুই হাজার ৩২৭ বারে ৩৫ লাখ ৮৭ হাজার ৪০টি শেয়ার লেনদেন করে, যার বাজারদর ছিল ১৮ কোটি ২৩ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে জিএসপি ফিন্যান্স লিমিটেড। এদিন শেয়ারদর বেড়েছে দুই টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৪৫ শতাংশ। প্রতিটি শেয়ার সর্বশেষ ৩০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল কোম্পানিটি এক হাজার ৯৫৫ বারে ৫৪ লাখ ৮৭ হাজার ১৮০টি শেয়ার লেনদেন করে, যার বাজারদর ১৬ কোটি সাত লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা আলহাজ্ব টেক্সটাইলের আট টাকা ১০ পয়সা বা আট দশমিক ৫৪ শতাংশ দর বেড়েছে।