Print Date & Time : 9 September 2025 Tuesday 1:02 am

বাড়িতে সয়াবিন তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌর এলাকায় বাড়িতে অবৈধভাবে সয়াবিন তেল মজুত রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় উদ্ধার করা হয়েছে ৬২৮ লিটার সয়াবিন তেল।

আজ বুধবার (১৬ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় ব্যবসায়ী গোলাম রসুলের বাড়িতে ওই অভিযান চালানো হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া জানান, দেশে সয়াবিন তেলের কোন সঙ্কট নেই। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সয়াবিন তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় ব্যবসায়ী গোলাম রসুলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় উদ্ধার করা হয় ৬২৮ লিটার সয়াবিন তেল। গোলাম রসুল চুয়াডাঙ্গা নীচের বাজারের মেসার্স গোলাম স্টোরের স্বত্বাধিকারী। বর্তমানে তার ছেলে রুবেল হোসেন ওই দোকান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম জানান, মজুতকৃত ৬২৮ লিটার সয়াবিন তেল বিক্রির জন্য তার দোকানে পাঠিয়ে দেয়া হয়েছে।