বিআইবিএমের নতুন মহাপরিচালক আবদুর রহিম

নিজস্ব প্রতিবেদক: ড. তৌফিক আহমেদ চৌধূরীর মেয়াদপূর্তি হওয়ায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবদুর রহিমকে। গতকাল বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
এর আগে গতকাল বিকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নির্দেশে মানবসম্পদ বিভাগের দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর আহমেদ জামাল সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।
জানা গেছে, আজ (১৬ জানুয়ারি) ড. তৌফিক আহমেদ চৌধূরীর বয়স ৬৫ পূর্ণ হবে। নিয়ম অনুযায়ী এ দিনটি অকর্ম দিবস হিসেবে পার করবেন তিনি। এ কারণে সংশ্লিষ্ট পদে নিয়োগ দেওয়ার জন্য গত ১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি চিঠি দেন ড. তৌফিক। এরই ধারাবাহিকতায় গতকাল জরুরি বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বিআইবিএমের মহাপরিচালক হিসেবে আবদুর রহিমকে নির্বাচিত করেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবদুর রহিমকে নিজ দায়িত্বের অতিরিক্ত কর্তব্য হিসেবে বিআইবিএমের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বসেই তিনি এ দায়িত্ব পালন করবেন।’
জানা গেছে, আগামী ২৬ জানুয়ারি বিআইবিএমের গভর্নিং বোর্ড সভার একটি প্রাথমিক দিন ধার্য করা হয়েছে। ওইদিন বোর্ড সদস্যদের সঙ্গে মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট পদটিতে নতুন করে নিয়োগের বিষয়েও আলোচনা হতে পারে।
প্রসঙ্গত, ২০১০ সালে বিআইবিএমের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান ড. তৌফিক। পরবর্তী সময়ে তাকে দু’দফা মেয়াদ বাড়িয়ে প্রতিষ্ঠানটির শীর্ষ ওই পদে বহাল রাখা হয়।