Print Date & Time : 15 August 2025 Friday 5:02 am

বিআইবিএমের মহাপরিচালক হলেন ড. আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) ড. মো. আখতারুজ্জামানকে প্রেষণে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে ২০১০ সাল থেকে কর্মরত ছিলেন। এ সময় তিনি বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি প্রণয়ন এবং গবেষণা সংশ্লিষ্ট কাজের নেতৃত্ব দেন।

বাংলাদেশ ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি মুদ্রানীতি প্রণয়ন কমিটি, ফরেক্স রিজার্ভ ম্যানেজমেন্টের ইনভেস্টমেন্ট কমিটি, পিআরএসপি-২-এর মূল্যায়ন কমিটি, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্যানেল অর্থনীতিবিদ এবং রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পরিচালনা পরিষদসহ বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিআইবিএম। এর আগে বিআইবিএম’র মহাপরিচালক ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মহা. নাজিমুদ্দিন। গত ১ এপ্রিল থেকে তিনিও প্রেষণে বিআইবিএম’র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে গত জানুয়ারিতে বিআইবিএম’র মহাপরিচালক হিসেবে নিয়োগ পান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবদুর রহিম। নিজ দায়িত্বের অতিরিক্ত কর্তব্য হিসেবে তিনি ওই পদে কাজ করেন। গত ৩১ মার্চ আবদুর রহিম নির্বাহী পরিচালকের পদ থেকে অবসর নেওয়ায় বিআইবিএম’র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় মহা. নাজিমুদ্দিনকে।

জানা গেছে, বিআইবিএম’র সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধূরী গত ১৬ জানুয়ারি ৬৫ বছর পূর্ণ করে বিআইবিএম থেকে বিদায় নেন। এরপর থেকে বাংলাদেশ ব্যাংকের ওই দুজন নির্বাহী পরিচালক পর্যায়ক্রমে বিআইবিএম’র মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।