নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) গতকাল ‘আন্তর্জাতিক বাণিজ্যে চুক্তিভিত্তিক লেনদেনে আইনি প্রয়োগযোগ্যতা’ শীর্ষক এক অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক ও পরিচালক মোহাম্মদ সোহেল মোস্তফা। সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান।
কর্মশালায় গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবীব। সাত সদস্যের গবেষণা দলে অন্যান্যের মধ্যে রয়েছেন বিআইবিএমের সহকারী অধ্যাপক অন্তরা জেরীন ও তোফায়েল আহমেদ, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মাদ আনিসুর রহমান, বিএফআইইউর উপ-মহাব্যবস্থাপক কামাল হোসেন, ইসলামী ব্যাংকের এসইভিপি মো. মাহমুদুর রহমান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এসভিপি এটিএম নেসারুল হক। কর্মশালায় আরও বক্তব্য দেন বিআইবিএমের ড. মোজাফফর আহমদ চেয়ার প্রফেসর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা।