Print Date & Time : 17 August 2025 Sunday 4:07 am

বিআইসিএমের বার্ষিক পুঁজিবাজার গবেষণা সম্মেলন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) কর্তৃক আয়োজিত বিআইসিএমের প্রথম বার্ষিক পুঁজিবাজার গবেষণা সম্মেলন সম্প্রতি ঢাকার লো মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য দেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মদ তারেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ ও রুমানা ইসলাম, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চেয়ারম্যান মো. নজিবুর রহমান, ডিএসই চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু, আইসিবির চেয়ারম্যান অধ্যাপক সুবর্ণ বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি