নিজস্ব প্রতিবেদক : সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঢাকা ও চট্রগ্রাম মহানগরের ৩২২ টি যানবাহন থেকে ৩ লক্ষ ৯৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএর ভ্রাম্যমান আদালত। এছাড়া বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ গাড়ি চালানোর অপরাধে দুই জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।
বিআরটিএর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, সোমবার (১৫ নভেম্বর) বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ, পরিচালক (এনফোর্সমেন্ট) মোঃ সরওয়ার আলম ও উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মোঃ হেমায়েত উদ্দিন বাস মিনিবাস ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সাথে নিয়ে ঢাকা ও চট্রগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় যাত্রীদের অভিযোগের ভিক্তিতে ২৪৮ টি ডিজলে চালিত বাস, ৭৪টি সিএনজি চালিত বাস ও মিনিবাসসহ মোট ৩২২ টি যানবাহনকে ৩ লক্ষ ৯৪ হাজার টাকা জরিমানা, বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ গাড়ি চালানোর অপরাধে দুই জনকে কারাদণ্ড ও ১টি গাড়িকে ডাম্পিং স্ট্রেশনে প্রেরণ করা হয়।