Print Date & Time : 4 September 2025 Thursday 5:49 pm

বিআরবি হাসপাতালে ক্যানসার নির্ণয়ে ফ্রোজেন সেকশন মেশিন

নিখুঁতভাবে ক্যানসার নির্ণয় ও শনাক্তকরণে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে উন্নত বিশ্বের সমমানের সর্বাধুনিক ফ্রোজেন সেকশন মেশিন সংযোজন করা হয়েছে। গতকাল এ ফ্রোজেন সেকশন মেশিন উদ্বোধন করা হয়। এটি উদ্বোধন করেন বিআরবি গ্রæপের পরিচালক মফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেপাটোবিলিয়ারিপেন ক্রিয়াটিক সার্জন অধ্যাপক মোহাম্মদ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের হিস্টো প্যাথলজির অধ্যাপক ডা. তারেক আলনাসির, অধ্যাপক ডা. রফিকুস সালেহীন প্রমুখ। বিজ্ঞপ্তি