নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গত বৃহস্পতিবার মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি)। কর্মসূচির মধ্যে ছিল প্রতিষ্ঠানটির সদর দপ্তরে বঙ্গবন্ধু প্যাভিলিয়নে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নেতৃত্ব দেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন করপোরেশনের চট্টগ্রাম জোনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শহরটির কেন্দ্রীয় শহিদ মিনারে বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধে জীবনদানকারী শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এছাড়া দিবসের সূচনালগ্ন রাত ১২টা ১ মিনিটে করপোরেশন কর্তৃপক্ষের পক্ষে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বিজ্ঞপ্তি

Print Date & Time : 11 September 2025 Thursday 5:50 pm
বিএইচবিএফসির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
করপোরেট কর্নার ♦ প্রকাশ: