নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) সাভার কারখানায় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি উৎপাদন সক্ষমতা বাড়াতে সাভার কারখানায় ২৯৭ কোটি টাকা বিনিয়োগ করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বুধবার (২৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সাভার কারখানায় বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
বিএটিবিসি কোম্পানির ক্যাশফ্লোর ওপর ভিত্তি করে ব্যাংক ও নিজস্ব উৎস থেকে সাভার কারখানায় বিনিয়োগ করবে।
এর আগে গত ১৯ জুন, বিএটবিসি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তাদের ঢাকার কারখানা বন্ধের কথা জানায়। আগামী ১ জুলাই থেকে বিএটিবিসির ঢাকার কারখানাটি বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে কোম্পানিটি নতুন করে সাভার কারখানায় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।