Print Date & Time : 5 July 2025 Saturday 2:11 am

বিএটি কারখানা অপসারণের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান

নিজস্ব প্রতিবেদক : মহাখালীর আবাসিক এলাকার (ডিওএইচএস) ভেতরে থাকতে পারবে না তামাক কোম্পানি-এই মর্মে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশের (বিএটিবি) আপিল খারিজ করে দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশন।

গতকাল বৃহস্পতিবার এই আপিল খারিজ হয়েছে। আপিলেট ডিভিশনের এই রায়কে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ তামাকবিরোধী জোট।

সংগঠনটি বলছে, আমরা মনে করি, এই রায় তামাক নিয়ন্ত্রণের মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে দেবে। দ্রুত এই রায় বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। শুধু ঢাকা শহর নয়, ক্রমান্বয়ে দেশের যেসব আবাসিক এলাকার তামাক কারখানা রয়েছেÑসেগুলো সরানোর উদ্যোগ নিতে হবে।

এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি আরও জানিয়েছে, দীর্ঘদিন ধরে আবাসিক এলাকা থেকে ক্ষতিকর তামাক কারখানা অপসারণ এবং জনবান্ধব পরিবেশ গড়ে তোলার দাবি জানিয়ে আসছিল দেশের তামাকবিরোধী এবং পরিবেশবাদী সংগঠনগুলো। তামাক কোম্পানিগুলো ক্রমাগত আইন লঙ্ঘনের মাধ্যমে রাষ্ট্রীয় আইনের প্রতি অশ্রদ্ধা, নীতিতে প্রভাব বিস্তারসহ বিভিন্ন ধরনের হয়রানিমূলক কার্যক্রম করে আসছে; যা জনস্বাস্থ্য সুরক্ষায় গৃহীত রাষ্ট্রের ইতিবাচক প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক। আমরা মনে করি, তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের মাধ্যমে এসব অনৈতিক ও আইনবিরোধী কার্যক্রম বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি

অবিলম্বে পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ সংশোধন করে তামাক কারখানাকে পুনরায় ‘লাল’ শ্রেণিভুক্ত করা জরুরি।