Print Date & Time : 30 August 2025 Saturday 1:23 am

বিএনপির জং ধরেছে, মাঝে মাঝে কর্মসূচি দিয়ে স্টার্ট দেয়: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নামের দলটিতে গাড়ির মতো জং ধরে গেছে। তাই গাড়ি বসে গেলে যেমন স্টার্ট দিতে হয়। তেমিন মাঝে মাঝে কর্মসূচি দিয়ে স্টার্ট দেয়, যাতে জং না ধরে।’

শুক্রবার (১৯ মে) দুপুরে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এসময় ড. হাছান মাহমুদ বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি নেতারা দৃষ্টিহীন। তাই প্রধানমন্ত্রীর বিদেশ সফরে সফলতা তাদের চোখে পড়ে না। বিএনপি’র বড় একটা গলা আছে, আর কিছুই নেই।

এর আগে ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে নবীন শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ সিকান্দার খান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।