নিজস্ব প্রতিবেদক:ঢাকায় বিএনপির দুদিনের ‘পদযাত্রা’ কর্মসূচির প্রচারে মাইকিং করার অনুমতি দেয়নি পুলিশ। বঢাকা মহানগর পুলিশ কমিশনারের পক্ষে তার বিশেষ সহকারী সৈয়দ মামুন মোস্তফা এক চিঠিতে বলেছেন, ‘বিএনপিকে মাইকিং থেকে বিরত থাকতে হবে।’
সরকার ‘হটাতে এক দফা’ আন্দোলনের প্রাথমিক কর্মসূচি হিসেবে ১৮ ও ১৯ জুলাই ‘পদযাত্রা’ করবে বিএনপি। ঢাকা দক্ষিণের ওয়ার্ডে ওয়ার্ডে এই কর্মসূচি প্রচারের জন্য রোববার ও সোমবার মাইকিং করার আনুমতি চেয়ে মহানগর পুলিশের কাছে আবেদন করেছিল বিএনপি।
দলের পক্ষে আবেদন করেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু। ওই আবেদনের জবাবে মিন্টুকে ডিএমপি বলেছে, ‘ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ৩১ বিধি অনুযায়ী মহানগরীর জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধকল্পে মাইক্রোফোন, লাউডস্পিকার বা অন্য কোনো শব্দ জোরদার করার জন্য ব্যবহƒত যন্ত্র (মাইকিং) নিষিদ্ধ, সীমিত ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডিএমপি কমিশনারের রয়েছে। ওই বিধি অনুযায়ী জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধকল্পে মাইকিং করা থেকে বিরত থাকার জন্য বলা হলো।’
গত ১২ জুলাই নয়াপল্টনের সমাবেশ থেকে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ‘হটাতে’ ‘এক দফা’ আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। দলটি বলেছে, ‘আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরতে হবে, এরপর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’