Print Date & Time : 5 September 2025 Friday 2:53 am

বিএনপির পাঁচ নেতাকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামসহ দলটির পাঁচ নেতাকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পৃথক রিটের শুনানি নিয়ে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন।

অপর চার নেতা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন খান ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন। 

ওই পাঁচ নেতাকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশনা চেয়ে গত সপ্তাহে তাদের পরিবারের সদস্যরা পৃথক রিট করেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী, কায়সার কামাল, নাসির উদ্দিন আহমেদ অসীম, মনিরুজ্জামান আসাদ. মাকসুদ উল্লাহ প্রমুখ শুনানিতে ছিলেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ। পরে আইনজীবী মনিরুজ্জামান আসাদ বলেন, ‘পৃথক মামলায় ৮ ডিসেম্বর থেকে তারা কারাগারে আছেন। ৯ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট আদালত তাদের ডিভিশন দিতে বলেন। এই আদেশ বাস্তবায়ন না হওয়ায় পাঁচ নেতাকে কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দিতে নির্দেশনা চেয়ে তাদের স্ত্রীরা পৃথক রিট করেন। হাইকোর্ট রুল দিয়ে কারাবিধি অনুসারে তাদের কারাগারে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন।’