Print Date & Time : 28 August 2025 Thursday 12:39 am

বিএনপির শাসনামলে আইনের শাসনের ‘আ’-ও ছিল না: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির শাসনামলে আইনের শাসনের ‘আ’-ও ছিল না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক।

শনিবার (২১ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘আমি যখন এই প্রোগ্রামের কার্ড দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, তখন তিনি বলেছিলেন আমার বাড়িতে আমাকেই কার্ড দিতে হবে?’

তিনি আরও বলেন, ‘আমাদের অস্তিত্ব আপনার (প্রধানমন্ত্রী) অস্তিত্বের ওপর নির্ভর করে। কারণ আপনি আইনের শাসন পরিচালনাকারী।’