Print Date & Time : 8 August 2025 Friday 4:35 pm

বিএনপির ১৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। বিএনপির ১৫৫ জন নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলা হয়।

মামলায় পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা, পুলিশের ওপর হামলা করে আহত করা এবং গাড়ি ভাঙচুর করে জানমালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।

মামলায় বিএনপির নবগঠিত ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল হককেও আসামি করা হয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ গণমাধ্যমকে জানান, পুলিশের ওপর হামলা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ফুল দিতে গেলে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

বিএনপি নেতাদের অভিযোগ, ঢাকা উত্তর ও দক্ষিণে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে ফুল দিতে যায় তারা। তবে পুলিশ তাদের সেখানে যেতে বাধা দেয়।

তাদের দাবি, একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় টিয়ারশেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

তবে পুলিশের দাবি, সংসদ ভবন এলাকায় বিএনপির কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা ছিল। এ সংঘর্ষের জন্য বিএনপি নেতাকর্মীরা দায়ী।

এ ঘটনার পর ৪০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।