Print Date & Time : 2 September 2025 Tuesday 2:47 pm

বিএনপির ১ ঘণ্টার মানববন্ধন চলছে

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে ঢাকা মহানগরীতে বিএনপির মানববন্ধন শুরু হয়েছে।

শনিবার (১১ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীসহ দেশব্যাপী এ মানববন্ধন করছে বিএনপি।

সরেজমিনে দেখা গেছে, ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কের একপাশে লাইনে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন তারা। এতে অংশ নিয়েছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্র দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

এদিকে সারাদেশের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বাড্ডাতেও এই মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। বিএনপির পাশাপাশি তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও এই কর্মসূচি পালন করছে।