Print Date & Time : 30 August 2025 Saturday 10:01 am

বিএনপির ৫ নেতাকে ডিভিশন দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় বিভাগীয় সমাবেশের আগে গ্রেফতার বিএনপির পাঁচ নেতাকে কারাগারে ডিভিশনের সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

যাদের ডিভিশন দিতে বলা হয়েছে তারা হলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন,প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আবুল হোসেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামালসহ বিএনপির আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক হন খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ ৪৫০ জন।

পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে ৪৪৫ জনকে কারাগারে পাঠায়।