Print Date & Time : 14 September 2025 Sunday 1:43 am

বিএনপি ও আ’লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৩৫

প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের অন্তত ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে শ্রীপুর পৌর শহরে এ ঘটনা ঘটে। এর আগে সকাল সাড়ে ১০টায় বিএনপি প্রার্থীর বসতবাড়ি ও নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

এ হামলার জন্য আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট কাজী খান। তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় নিশ্চিত জেনে তার কর্মী-সমর্থকরা আমার লোকদের ওপর হামলা করেছে। বসতবাড়িসহ আমার নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়েছে। নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকতে ভয়ভীতি ও হুমকি-ধমকি দিচ্ছে।’ হামলায় বিএনপির অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি জানান।

তবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমু বলেছেন, ‘হামলার সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত নয়।’ এ সময় তিনি পাল্টা দাবি করেন, ‘উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা শেষে পৌর শহরে শান্তিপূর্ণ মিছিলে বিএনপি মেয়র প্রার্থী ও তার লোকজন হামলা করলে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী আহত হন।’

হামলা-সংঘর্ঘের ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আল মামুন ও শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান সহকারী পুলিশ সুপার।