Print Date & Time : 19 August 2025 Tuesday 10:08 pm

‘বিএনপি জান-মালের ক্ষতি করলে জবাব দেবে নিরাপত্তা বাহিনী’

নিজস্ব প্রতিবেদক : কর্মসূচির নামে বিএনপি প্রতিবন্ধকতা সৃষ্টি করলে নিরাপত্তা বাহিনী এর জবাব দেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

 আজ রোববার (৩১ জুলাই) সচিবালয়ে জাতীয় শোক দিবসের আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন,  বিএনপি রাজনৈতিক দল। তাদের রাজনৈতিক কৌশল আছে। তবে তারা জান-মালের ক্ষতি করবে- এটা করতে দেবো না। তারা রোজ মিটিং করছে, এতে বাধা দেবো না। তবে প্রতিবন্ধকতা তৈরি করলে নিরাপত্তা বাহিনী জবাব দেবে।