যুক্তরাজ্যে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার চেষ্টা

বিএনপি-জামায়াতের দেশবিরোধী কাজে সরকার বিচলিত নয়

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি ছিল জামায়াতে ইসলামী। তাদের বাংলাদেশের বিরোধিতা এখনও অব্যাহত রয়েছে। সম্প্রতি জামায়াতের ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন, আইন-শৃঙ্খলা বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন এবং তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।

২০১১ সালে জামায়াতের আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়া ক্যাডম্যান আল জাজিরাকে জানান যে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র উভয় দেশে র‌্যাবের ওপরে নিষেধাজ্ঞার জন্য তিনি কাজ করছেন। বাংলাদেশের রাজনৈতিক নেতা ও নিরাপত্তা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়ার জন্য যুক্তরাজ্যে আবেদন করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। বিএনপি-জামায়াত দুষ্টচক্র দেশের বিরুদ্ধে কাজ করছে। এজন্য আমরা বিচলিত নই।’

বিএনপির ভগ্নদশা ও জনবিচ্ছিন্নতার বিষয়টি জানিয়ে তিনি বলেন, ‘তারা এখন জামায়াতের দ্বারস্থ হয়েছে দেশের ক্ষতি করার জন্য। ২০১৪ সালে ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টে দুটি রেজুলেশনে বিএনপির প্রতি আহ্বান জানানো হয়েছেÑওই রাজনৈতিক দলটি যেন জামায়াতের সঙ্গ পরিহার করে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি-জামায়াত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে এবং এজন্য আমরা বিচলিত নই।’ তিনি বলেন, ‘দেশবিরোধী চক্র আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকলাপকে রাজাকার-আলবদরদের কার্যকলাপের সঙ্গে তুলনা করেছে। এটি আমাদের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ছোট করার একটি অপচেষ্টা মাত্র।’

বাংলাদেশ আইন-শৃঙ্খলা বাহিনীর বিষয়ে তাদের অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলের কাছে সরকার আলোচনা অব্যাহত রেখেছে বলে জানিয়ে তিনি বলেন, ‘আমরা আশা করি না যে, নতুন কোনো দেশ আমাদের কোনো বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেবে।’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর গত এক বছরে সরকার অব্যাহতভাবে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। নতুন কোনো নিষেধাজ্ঞা আশা করছেন না বলে তিনি জানান।